বান্দরবানে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মার্কিন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানাচ্ছেন বান্দরবান জেলাপ্রশাসক

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘ইউএসএইড বান্দরবানে কিছু উন্নয়ণমূলক কাজ করছে। এ কাজগুলো দেখতেই আমরা বান্দরবান এসেছি। আমাদের সব ডিপার্টমেন্টে, যে সব এজেন্সি আছে তাদের সবার সঙ্গে আমাদের একটা হৃদ্রতাপূর্ণ সম্পর্ক আছে। বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় কালে মার্কিন রাষ্ট্রদূত এ  কথাগুলো বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এসময় ইউএসএইড মিশনের পরিচালক জানিয়া জারুজেলস্কি, ক্রিসটিনচিলডারেস্ট, অভিক রহমানসহ বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আরও বলেন,‘আমরা বান্দরবান জেলার জন্য কাজ করছি। বান্দরবান জেলা নিয়ে আমরা আরও  কাজ করতে চাই।’

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো.আসলাম হোসেন বলেন, ‘আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি। ইউএসএইড বান্দরবানে কিছু উন্নয়ণমূলক কাজ করছে, তারা আজ এরই কিছু উন্নয়ণমূলক কাজ দেখাশুনা করার জন্য এখানে এসেছে। আমরা তাদের কাছে কিভাবে বান্দরবানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তা নিয়ে প্রশ্ন করেছি। বান্দরবানের প্রশাসন কিভাবে চলছে এবিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বান্দরবানের উন্নয়ণে যদি তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে তবে বান্দরবান আরও  উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আমি মনে করছি ।’

আরও পড়ুন: ভয় পাই না, মুক্তমঞ্চে দাঁড়িয়ে আবারও কথা বলবো: শাবিতে জাফর ইকবাল