কুমিল্লায় শিক্ষক পেটানোর মামলায় তিন ছাত্র গ্রেফতার

শিক্ষক পেটানোর মামলায় গ্রেফতার তিন ছাত্র কুমিল্লার নিমসার উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে পেটানোর ঘটনায় তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মার্চ) বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই  শাহাদাত হোসেন তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেন।

গ্রেফতার ছাত্ররা হলো- কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে মো. শাহীন হোসেন, হালগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে মাছুম হাসান ও পাচকিত্তা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাক আহম্মেদ। তারা সবাই দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,নিমসার উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আলাদা ক্লাস নেওয়া হতো। বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ওই কক্ষের পাশেই নবম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ। মডেল টেস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বখাটে ছাত্র নবম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত করতো। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বখাটে শিক্ষার্থীদের সতর্ক করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন। এ ঘটনার জের ধরে প্রথমে সহকারী শিক্ষক আমির হোসেনকে ও পরদিন প্রধান শিক্ষক আব্দুল হককে মারধর করে বখাটেরা। এছাড়া তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল হক বুধবার বিকালে ১০ শিক্ষার্থীর নামে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।