সুবর্ণচরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 

নোয়াখালীনোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু ওয়াদুদ আদালত পরিচালনা করেন।

ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় হারিছ চৌধুরী বাজারের রাহিন বেকারিকে ৩০ হাজার টাকা, চরবাটা খাসেরহাট বাজারের মাওলা বেকারিকে ১০ হাজার, ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার ও হালিম বাজারের রনি আইসক্রিম ফ্যাক্টরিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম এবং নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবনাথ সিনহা উপস্থিত ছিলেন।