চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামবিরোধের জেরে ছুরিকাঘাতে আহত যুবলীগ কর্মী খোরশেদ আলম বাবু (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। গত ১৬ এপ্রিল ডবলমুরিং থানার হাজিপাড়া এলাকার জলিল ম্যানশনের পাশে নিজ বাসায় তাকে কুপিয়ে আহত করা হয়েছিল।
শীলব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় কিছু যুবক গত ১৬ এপ্রিল বাসায় ঢুকে খোরশেদ আলমসহ তার বড় ভাই ও ভাতিজাকে কুপিয়ে আহত করে। সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানিয়েছে নিহত খোরশেদ আলম স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’
ডলবমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘এই ঘটনায় নিহত খোরশেদ আলমের বড় ভাই জানে আলম বাদী হয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রাজু নামে একজনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। গত ১৮ এপ্রিল তিনি মামলাটি দায়ের করেছিলেন।’

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কিশোর মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় আমরা সোলায়মান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছি। সোলায়মান এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাজুর সহযোগী। এই মামলার আসামির তালিকায় তার নামও রয়েছে। রাজুকে গ্রেফতার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।’