লক্ষ্মীপুরে যুবলীগ নেতাসহ ২০ মাদক ব্যবসায়ী আটক

মাদকসহ গ্রেফতার যুবলীগ নেতা শেখ হারুন

লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা যুবলীগ নেতা শেখ হারুনসহ ২০ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর ও চন্দ্রগঞ্জের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত বলেন, গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে জেলা যুবলীগ নেতা শেখ হারুন, মরিয়ম, ইছমাইল হোসেন, আনোয়ার হোসেন আব্বাস, দিদার হোসেন, হাসান ও দেলোয়ার হোসেনসহ ২০ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

ডিবির ওসি জানান, শেখ হারুনের কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। শেখ হারুন লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চলে ইয়াবার গডফাদার। সে এ অঞ্চলের ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ ও পরিচালনা করতো। এছাড়াও তার সহযোগী আনোয়ার হোসেন আব্বাসের কাছ থেকে ১২০ পিস, দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এসব চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আ.স.ম. মাহাতাব উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে যত বড়ই লোক জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।