৬৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী আটক

ফেনসিডিলসহ আটক দুই নারী, ছবি: ফোকাস বাংলা চট্টগ্রাম নগরীর মাদকের আখড়া হিসেবে খ্যাত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পারুল বেগম (৪৩) ও তার সহযোগী জহুরা বেগম (৫৬)। এদের মধ্যে পারুল গত ১০-১২ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পারুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার চর রুহুতি এলাকায়। আর জহুরার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায়।

এসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারুল বরিশাল কলোনির মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক। মাদকবিরোধী অভিযান শুরুর পর পারুল গা ঢাকা দেন। বৃহস্পতিবার রাতে আগে মজুদ করা ফেনসিডিল সরানোর জন্য আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’রাত ১১-৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, নারী ও শিশুদের মাধ্যমে পারুল মাদক বেচাকেনার কাজ করে। তার অধীনে অর্ধশতাধিক নারী ও শিশু মাদক বেচাকেনার সঙ্গে জড়িত রয়েছে। সে মাদক ব্যবসায়ীদের কাছে ‘ভাবি’ নামে পরিচিত।