রাউজানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

রাউজানে দুর্ঘটনা কবলিত বাস
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ জুন) বিকাল ৪টার দিকে পৌরসভার ফরেস্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়া বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাঙামাটি থেকে ছেড়ে আসা বাসটি ফরেস্ট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাড়ে যায়। খবর পেয়ে আমাদের বায়েজিদ, হাটহাজারী ও রাউজান স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছি। আরও চার/পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারপরও আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।’

রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের মধ্যে দুই জন শিশু এবং অন্যজন বয়স্ক। বয়স্ক ব্যক্তি বাসের চালক অথবা হেলপার হয়ে থাকতে পারে।’

আহতদের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় আহত ৫জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাউজানে যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় বিকাল সাড়ে ৫টার দিকে চার জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত।’

আহত চার জন হলেন- রায়হান (২৫), সুমন চৌধুরী (২৫), মো. সুমন (২৪) ও রিপন (১৪)।