মেঘনায় ১০ কার্গো-বাল্কহেডের জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযাননিরাপত্তাজনিত সরঞ্জামাদি, মাস্টার ও ড্রাইভারের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় চাঁদপুর মেঘনা নদীতে ১০টি কার্গো ও বাল্কহেড কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোট ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২৪ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন স্পেশাল মেরিন অফিসার ও নৌ-পরিবহন অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল আলম লিটন ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান।

সংশ্লিষ্টরা জানান, চাঁদপুরে নৌপথে যাত্রী সাধারণের নির্বিগ্ন যাতায়াত নিশ্চিত করতে অবৈধ নৌ-যানের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে মেঘনা নদীতে চলাচলরত বিভিন্ন প্রকার ইঞ্জিনচালিত ১০টি ছোট নৌযানে (কার্গো, ট্রলারে) নিরাপত্তাজনিত সরঞ্জামাদি, মাস্টার ও ড্রাইভারের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় সেগুলোকে আটক করা হয়। পরে আটক নৌযানগুলোকে মাদ্রাসা রোডের লঞ্চঘাট নৌ- পুলিশ থানায় এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সর্বমোট মোট ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন অধিদফতরের জাহাজ পরিদর্শক মো. মিলন মোল্লা, নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ভূঁইয়া।