উখিয়ায় এক যুবক খুন: দুই রোহিঙ্গা আটক

 




গ্রেফতারকক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছে। রবিবার রাতে উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্পে ঘটনাটি ঘটে। নিহত আলম মধুরছরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল টুটুল বলেন, ‘নিহত আলমের স্ত্রীর সঙ্গে আটক এনামুল হকের ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু এনামুলকে আটকে রেখে ওই প্রেমিকা আলমকে বিয়ে করে। প্রেমিক এনামুল এটি সহজভাবে মেনে নিতে না পারায় ভোররাতে তাদের ঘরে ঢুকে আলমকে গলাটিপে হত্যা করে। এ কাজে এনামুলকে সহযোগীতা করে ইদ্রিস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মধুরছড়া ক্যাম্প এলাকার আহসান শরিফের ছেলে এনামুল হক ও আব্দুর রহমানের ছেলে মো. ইদ্রিসকে আটক করে।'
কয়েকদিন আগে আধিপত্য বিস্তার ও অপকর্মকে কেন্দ্র করে রোহিঙ্গা নেতা আরিফুল্লাহসহ উখিয়ার ২০টি ক্যাম্পে এ পর্যন্ত প্রায় ১০ জন খুন হয়েছে।