টেকনাফে ইয়াবা ও স্বর্ণসহ আটক ১

সোনাসহ আটক মিয়ানমারের নাগরিক



কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার পিস ইয়াবা এবং ৮.৭৭ ভরি সোনাসহ এক মিয়ানমারের নাগরিককে আটক  করেছে কোস্ট গার্ড । আটক  ব্যক্তির নাম মো.ইছাহাক (২৪)। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে অভিযান দুটো পরিচালনা করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনে সিজি স্টেশন টেকনাফের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে পাচারের সময় ৮.৭৭ ভরি  সোনাসহ মিয়ানমারে এক নাগরিককে আটক করে। এছাড়াও বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দর থেকে পাঁচশ’ গজ উত্তরে সাইরেন খাল এলাকা থেকে পরিত্যক্ত  অবস্তায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্ট গার্ড।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ  ও সোনাসহ আটক মিয়ানমারের নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ টেকনাফ কাস্টমস এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আইন শৃঙ্খলানিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের
অভিযান অব্যাহত থাকবে।