টেকনাফ স্থলবন্দরে আমদানি-রফতানি ৪ দিন বন্ধ

টেকনাফইদুল আজহা উপলক্ষে  কক্সবাজার টেকনাফ স্থলবন্দরে  মঙ্গলবার (২১ আগস্ট) থেকে শুক্রবার (২৪ আগস্ট) পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে শনিবার (২৫ আগস্ট)  বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হবে। টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো.জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। বন্দরে থাকা পণ্যসামগ্রীর উশুল আদায় করা থাকলে পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘বন্দরে প্রচুর পণ্যসামগ্রী মজুত রয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে উশুল আদায় করাসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহের জন্য যেকোনও সময় প্রস্তুত রয়েছি।’