ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

01ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির হাসানপুর থেকে মুন্সীগঞ্জের মেঘনা সেতুর পূর্ব পাশ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।

যাত্রীরা জানান, যানজটে আটকে আছে শত শত যানবাহন। এসব যানবাহনের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে। এছাড়াও পণ্যবাহী যানবাহনগুলো আটকে পড়ায় মালামাল পরিবহনে বিঘ্ন ঘটছে।



দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেঘনা সেতুর পূর্ব পাশে সংযোগ সড়কের কাজ চলায় এক লেনে যানবাহন চলাচল করতে হয়। এতে যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে সময় বেশি লাগছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার থেকেই যানবাহনের চাপ বেশি হয়। যানবাহন ধীরগতি হয়ে যানজট লেগে থাকছে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।’