নিহত ইমরান নীলা পশ্চিম শিকদার পাড়ার বাসিন্দা আজিজুল হকের ছেলে।
ওসি জানান, মিয়ানমারে থেকে ইয়াবার একটি বড় চালান এনে হ্নীলার দর্গারপাড়া এলাকায় মজুত করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালায় পুলিশ। পরে ওই স্থানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশও আত্তরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইমরান প্রকাশের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছে।
তিনি আরও জানান,ঘটনাস্থল থেকে ৩টি বিদেশি অস্ত্র, সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।