রাঙামাটিতে পাহাড় ধসের সতর্কতায় জেলা প্রশাসনের মাইকিং

পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার জন্য জেলাপ্রশাসনের পক্ষ থেকে রাঙামটিতে মাইকিং করা হচ্ছে

ঘূর্ণিঝড় তিতলি’র প্রভাবে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাকিং করছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এই আশঙ্কায় কথা জানিয়ে  জেলা প্রশাসনের পক্ষে মাইকিং করছে জেলা তথ্য অফিস।

মাইকিং এ বলা হয় ঘূর্ণিঝড় তিতলি'র প্রভাবে রাঙামাটিতে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝূঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

এ ব্যাপারে রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন,‘ঘূর্ণিঝড় তিতলি’র প্রভাবে রাঙামাটিতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। সেই শঙ্কা থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ  স্থানে সরে যেতে মাকিং করা হচ্ছে।