নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

সড়ক দুর্ঘটনানোয়াখালীর হাতিয়া উপজেলা ও সেনবাগ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) বিকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কলেজছাত্র টুটুল চন্দ্র দাস (২০) ও সালেহ আহমেদ (৬৫)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার (২০ অক্টোবর) বিকালে সেনবাগ রাস্তার মাথা থেকে একটি মোটরসাইকেল চৌমুহনীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি কল্যাণদি বাজার অতিক্রম করার পর বিপরীত দিক আসা একটি সিএনজি সামনে থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী সালেহ আহমেদ (৬৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঈদিলপুর গ্রামের বাসিন্দা।

এদিকে, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, একই দিন বিকালে তমরদ্দি ইউনিয়ন পরিষদের সামনে মালবোঝাই ট্রলি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী টুটুল দাস ঘটনাস্থলে মারা যান। টুটুল হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের কুসুম কুমার দাসের ছেলে। সে চট্টগ্রাম সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পুলিশ মালবোঝাই গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। নিহতের স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্ত করা হয়েছে।