চাঁদপুরে ৫টি আসনে আ. লীগের মনোনয়নপত্র কিনলেন ৩৫ জন

চাঁদপুরের বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনা কয়েকজনচাঁদপুরের পাঁচটি আসন থেকে মনোনয়ন পেতে অন্তত ৩৫ জন নেতা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে চাঁদপুর-১ আসনে ৩ জন, চাঁদপুর-২ আসনে ৭ জন, চাঁদপুর-৩ আসনে ৩ জন, চাঁদপুর-৪ আসনে ১০ জন এবং চাঁদপুর-৫ আসন থেকে প্রার্থী হতে ১০ জন মনোনয়নপত্র কিনেছেন। শুক্রবার (৯ নভেম্বর) থেকে রবিবার (১১ নভেম্বর) পর্যন্ত এই তিন দিনে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন অন্তত ১০ জন।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর-১ (কচুয়া) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন— বর্তমান এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেন ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সেলিম মাহমুদ।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র কিনেছেন— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিশিষ্ট ব্যবসায়ী এম ইসফাক আহসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমীন রুহুল, মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, যুবলীগের মহিলা সম্পাদিকা জাকিয়া সুলতানা সেফালি, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটওয়ারী।

চাঁদপুর থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনা আরও চার জনচাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জন্য মনোনয়পত্র সংগ্রহ করেছেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কামরুল হাসান রিপন, আওয়ামী লীগ নেতা জাকির হোসাইন মারুফ।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন— ড. শামছুল হক ভূঁইয়া এমপি, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহেদুল ইসলাম (রোমান), সাবেক এমপি রাজা মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, অধ্যাপক ডা. মোস্তফা হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মহিউদ্দিন খোকা, ডা. বদরুন নাহার ভূঁইয়া, অ্যাডভোকেট নূর হোসেন বলাই ও আওয়ামী লীগ সমর্থক মো. মিন্টু।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ) আসনে মনোনয়নপত্র কিনেছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান এমপি মেজর রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের এমপি নূর জাহান বেগম মুক্তা, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, পাওয়ারসেল ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, বিগ্রেডিয়ার অব. সালাউদ্দিন, কলাবাগান ক্রীড়াচক্রের সফিকুল আলম ফিরোজ, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ড. এসএম মোস্তফা কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, সাবেক এমপি আব্দুর রবের ছেলে খালেদুর রব মিঠু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী।