চট্টগ্রামে পটকা মাছ খেয়ে দাদী-নাতনির মৃত্যু

চট্টগ্রামচট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে দাদী ফজিলা খাতুন (৬০)  ও তার তিন বছর বয়সী  নাতনি মরিয়মের (৩) মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় ওই পরিবারের আরও ৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার  বাজিতপুর এলাকায়। বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় তারা ভাড়া বাসায়  থাকতেন।  অসুস্থরা বলেন, মরিয়মের বাবা শফিকুল ইসলাম (৩৫), মা বিলকিস (৩০), ভাই রাব্বি (১০), সাব্বির (৭),  বোন ঝর্ণা (৮), আতিয়া (২) এবং মরিয়মের মামা আমজাদ হোসেন (২৬)।

পরিদর্শক জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সাত জনকে চমেক হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে কুড়িয়ে পাওয়া পটকা মাছ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। একই মাছ খেয়ে ওই পরিবারের দু’জন মারা গেছেন।’

পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘মরিয়মের দাদী ফজিলা খাতুন প্রতিদিন বারইয়ার হাট বাজার থেকে পরিত্যক্ত মাছ কুড়িয়ে আনতেন। বৃহস্পতিবার সকালে তিনি পটকা মাছ কুড়িয়ে আনেন। দুপুরে রান্না করা ওই পটকা মাছ খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। এসময় বমি করতে করতে গুরুতর অসুস্থ অবস্থায় ফজিলা খাতুন ও মরিয়ম ঘরেই মারা যান।’