এখন পর্যন্ত বান্দরবা‌নের ২২ জন ম‌নোনয়ন ফরম কিনেছেন

বান্দরবানবান্দরবা‌নের এখন পর্যন্ত ২২ জন ম‌নোনয়ণ ফরম সংগ্রহ ক‌রে‌ছেন। এর ম‌ধ্যে আওয়ামী লী‌গের ৯ জন, বিএন‌পির ১২ জন ও স্বতন্ত্র হিসেবে একজন মনোনয়ন ফরম কিনেছেন।

আওয়ামী লী‌গের মনোনয়ন প্রত্যাশীরা হ‌চ্ছেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ব‌হিষ্কৃত) প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ব‌হিষ্কৃত) কাজি ‌মজিবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক থুইনি মং মারমা, থান‌চি উপ‌জেলা আওয়ামী লী‌গের সভা‌তি মং থোয়াই ম্যা র‌নি, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আবদুর র‌হিম চৌধুরী, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সহ-সভাপ‌তি শ‌ফিকুর রহমান, আঞ্চ‌লিক প‌রিষ‌দের সদস্য ও আওয়ামী লীগ নেতা কাজল কা‌ন্তি দাস।
বিএন‌পির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরি, চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সরোয়ার আলম, জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, থানচির সাবেক উপজেলা চ‌েয়ারম্যান খামলাই ম্রো, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তৌফাইল আহমদ, লামার সা‌বেক পৌরসভার মেয়র আমির হো‌সেন আমু, ম‌হিলা বিএন‌পির সভা‌নেত্রী ‌নিলু তাজ বেগম, সাধারণ সম্পাদক উ‌ম্মে কুলসুম লীনা ও জেলা প‌রিষ‌দের সদস্য লুসাই মং।
তারা সবাই ঢাকা দলীয় কার্যালয় থে‌কে ম‌নোনয়ন পত্র সংগ্রহ ক‌রে‌ছেন।
এছাড়া বান্দরবান জেলা নির্বাচন অ‌ফিস থে‌কে রাজ প‌রিবা‌রের কন্যা ডনাই প্রু নেলী স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে ম‌নোনয়ন পত্র সংগ্রহ ক‌রে‌ছেন।