আসামির অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্যসহ আহত ৩

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আসাদগঞ্জ এলাকায় আসামির ধারালো অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আসাদগঞ্জের কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন।

আহতরা হলেন, কোতোয়ালি থানার এসআই আবু হায়াত, কনস্টেবল মোহাম্মদ রাসেল মিয়া ও স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন। একই ঘটনায় পুলিশের গুলিতে আসামি আজাদও আহত হয়েছেন।

ওসি মুহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ত্রাসী আজাদ পরোয়ানাভুক্ত আসামি। তার নামে অস্ত্র ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে গেলে আজাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তার অস্ত্রের আঘাতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোঁড়লে আজাদ গুলিবিদ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি আজাদসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল রাসেল মিয়ার মাথায় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’