শান্তি-উন্নয়ন-সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি আ.লীগ প্রার্থীর

নির্বাচনি প্রচারণায় কুজেন্দ্র লাল ত্রিপুরাখাগড়াছড়ি জেলায় শান্তি, উন্নয়ন ও পাহাড়ি-বাঙালিদের মাঝে সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আপনাদের ভোটে আবার ক্ষমতায় গেলে পাহাড়ে সম্প্রীতি বজায় থাকবে এবং নিপীড়িত মানুষের জীবনের উন্নয়ন ঘটবে।’ বুধবার (১২ ডিসেম্বর) সকালে জেলা শহরের শালবাগান খবংপুড়িয়া, মুসলিমপাড়া ও কলেজ গেট এলাকায় প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রচারণাকালে পথসভায় কুজেন্দ্র ত্রিপুরা বলেন, ‘পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে প্রচুর উন্নয়ন হয়েছে, শান্তি প্রতিষ্ঠা পেয়েছে। পাহাড়ি-বাঙালি সহঅবস্থান নিশ্চিত হয়েছে। আমরা চাই, এগুলো বজায় রাখতে আপনারা আবারও আওয়ামী লীগকে ভোট দেবেন।’

আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় পাহাড়ে কোনও জাতিগোষ্ঠী বাস্তুচ্যুত হয়নি, না খেয়ে মারা যায়নি এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়নি। শেখ হাসিনা সরকার পাহাড়ি জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে; আত্মমর্যাদাসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আপনারা আবার ক্ষমতায় আনলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’