দেশে আইনের শাসন সুসংহত করেছেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আনিসুল হক (ছবি– প্রতিনিধি)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘দেশে উন্নয়ন অব্যাহত থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে আইনের শাসন ফিরিয়ে এনেছি। তিনিই দেশে আইনের শাসন সুসংহত করেছেন।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি মনোনয়ন দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যার কারণে তারা ভালো কোনও প্রার্থী দিতে পারেনি।’

তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিটি আসনে ৫-৬ জনকে মনোনয়ন দেওয়া শুরু করে বিএনপি। এরপর তারা শুরু করে মনোনয়ন বাণিজ্য। একজন প্রার্থীও তারা ঠিকভাবে দিতে পারলো না। প্রার্থীদের কাছ থেকে টাকা নিলো হাজার কোটি। তাদের উদ্দেশ ছিল– লন্ডনে টাকা পাঠানো ও তাদের নিজেদের পকেট গরম করা এবং সেটা তারা করেছেও। তারা নির্বাচন করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখন তারা বলা শুরু করেছে, নির্বাচন ঠিকভাবে হয়নি। আপনারা নির্বাচনে এসেছেন, কিন্তু জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, শেখ হাসিনাকে ভোট দিয়েছে ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ভোট দিয়েছে। আপনারা এখন বেসুরো গলায় গান গাওয়া শুরু করলেন– এটা হয় নাই, ওটা হই না!’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা টানা ৩য় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটি সংসদের মেয়াদ থাকে ৫ বছর। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সংসদ পূর্ণ মেয়াদ থাকবে। নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে তফসিল ঘোষণার অনুরোধ করেছিলেন তিনি। নির্বাচন কমিশন তা ঘোষণা করে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন প্রথমে ২৩ ডিসেম্বর ভোটের তারিখ ঘোষণা করে। পরে তারা একের পর এক দাবি তোলা শুরু করে। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করে।’

টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আনিসুল হককে এ সংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে কসবা পৌর সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান শাহিনা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া বকুল প্রমুখ।