পাবনায় যুবলীগ নেতাকে হত্যার অভিযোগে বিএনপি নেতা আটক

গ্রেফতার

পাবনার আতাইকুলায় যুবলীগ নেতা হাফিজুর হত্যা মামলায় বিএনপি নেতা রবিকে  আটক করেছে পুলিশ। নিহত হাফিজুর রহমান লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আটককৃত রবিউল ইসলাম রবি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হাফিজুরের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান,এ হত্যা মামলায় অভিযান চালিয়ে পাবনা ল্যাবএইডে’র প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম রবি’কে আটক করা হয়েছে। বাকীদের আটকের জন্য অভিযান চলছে।

পাবনা জেলা বিএনপি’র দফতর সম্পাদক জহুরুল ইসলাম জানান,‘রবিউল ইসলাম রবি আটঘরিয়া থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সেটা আমার জানা নাই।

প্রসঙ্গত,রঘুরামপুর গ্রামের পাশে একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর এর সঙ্গে কয়েকজন ব্যক্তির দ্বন্দ্ব চলছিল বলে জানা যায়। শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে শ্রীপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চাললে সে  গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।