খাগড়াছড়ির ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৪০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উপজেলা পরিষদ নির্বাচনখাগড়াছড়ির ৮ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ খাগড়াছড়িতে নির্বাচন হবে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিনে।  আগামী ২০ ফেব্রুয়ারি প্রার্থিতা যাচাই বাছাই করা হবে। রিটার্নিং অফিসার সূত্রে একথা জানা গেছে।

জেলা নির্বাচন কমিশনার জাহিদ হাসান বলেন, জমা পড়া মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রার্থিতা প্রত্যাহারের পর বলা যাবে মোট প্রার্থী কতজন।

জেলা নির্বাচনি অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পানছড়ি উপজেলায় ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মানিকছড়িতে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। লক্ষ্মীছড়িতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দীঘিনালায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহালছড়িতে চেয়ারম্যান পদে ৬ জন,  ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রামগড়ে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মাটিরাঙায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।