নাইক্ষ্যংছ‌ড়ি‌তে একটি বাড়ি গু‌ড়ি‌য়ে দিয়েছে বন্য হা‌তির দল

বান্দরবানে ঘর ভেঙে ফেসেছে বন্য হাতির দল



বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির দল হানা দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দিয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন চাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা চাইহ্লা থোয়াই চাক জানান,বন্যহাতির দল সোমবার রাত ১২টার দিকে যখন বাড়িতে হানা দেয় তখন তারা সবাই ঘুমিয়ে ছিল। বন্যহাতির দলটি বাড়ির আঙ্গিনায় ঢুকে তার ঘরের চাল ও বেড়া টে‌নে ভাঙতে শুরু করে। ঘটনা বুঝতে পেরে তারা কৌশলে বাড়ি থেকে বের হয়ে যায়। এ কারণে তারা হাতির আক্রমণ থেকে কোনও রকমে রক্ষা পায়। এসময় তার বৃদ্ধ মা ধুং মা চাক (৭০) আহত হয়েছেন। বন্যহাতির দলের তাণ্ডবে তার ঘরসহ সব মালামাল ভেঙে চুরমার হ‌য়ে গে‌ছে। এছাড়াও হা‌তির দল ঘরে রাখা ‌ধান ও চাল খেয়ে ফেলে‌ছে। হাতির আক্রমণে তার ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান।
খবর পেয়ে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেন। এসময় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আস্বস্ত করেন। বর্তমানে ওই পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ ঘটনার পর ওই এলাকার লোকজন বন্যহাতির আক্রমণের ভয়ে রয়েছে বলে তারা জানান।