রাঙামাটিতে সাত খুনের ঘটনায় পুলিশের মামলা

উপজেলা পরিষদ নির্বাচনরাঙামাটির বাঘাইছড়িতে সাত খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত সাজেক থানা এলাকার ৮নম্বর মধ্যপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আক্তার আলী মামলাটি করেছেন। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাঘাইছটি থানায় মামলাটি (মামলা নম্বর-২) দায়ের করা হয়।

বাঘাইছড়ি থানা ওসি এম এম মঞ্জুর আলম বলেন, ‘আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। ১৪৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২, ৩৪ দণ্ডবিধিতে মামলাটি দায়ের করা হয়।’

১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙামাটির সীমান্তবর্তী এলাকা কংলাক, মাচালং ও বাঘাইছড়ি থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ফিরছিলেন। পথে বাঘাইছড়ি উপজেলার নয় মাইল এলাকায় ব্রাশ ফায়ার করে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করে দুর্বৃত্তরা। আহত ১৭ জন ঢাকা ও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।