চালককে খুন করে লাশ সাগরে ফেলতে যাওয়ার সময় আটক ২

আটক গাড়িচালককে খুনের পর প্রাইভেটকারে করে লাশ সাগরে ফেলতে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে লোকজন। তারা হলেন, রবিউল হোসেন ইমন, জিসান ও নেওয়াজ। শুক্রবার (১২ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন কাট্টলী ঘোষবাড়ি শনি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। 

আকবর শাহ থানার ওসি জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।  নিহত চালকের নাম নুরুল গনি শিমুল। তিনি সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার আবুল কালামের ছেলে।

আকবরশাহ থানাওসি বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাইভেটকার নিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন যুবক কাট্টলী বেড়ি বাঁধের দিকে যাচ্ছিলেন। পথে শনি মন্দির এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পড়লে স্থানীয়রা দুই তিনজন লোক তাদের সহায়তা করতে এগিয়ে গেলে গাড়িতে একটি লাশ দেখতে পায়। পরে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করতে গেলে যুবকরা গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গাড়িতে থাকা একজন পালিয়ে যায়। অপর দু’জনকে স্থানীয়রা পিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে চমেকে রোগী আছে তাকে রক্ত দিতে হবে বলে সীতাকুণ্ড স্টেশন থেকে তারা চারজন প্রাইভেটকারটি ভাড়া। এরপর তারা গাড়িতে উঠে চালককে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশটি সাগরে ফেলতে তারা কাট্টলির দিকে যাচ্ছিল। এসময় তিনজন স্থানীয়দের হাতে ধরা পড়ে। একজন পালিয়ে গেছে। শনিবার দু'জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।