চট্টগ্রামে জাল নোটসহ আটক ৩

 

আটক তিনজনএক লাখ ৩৫ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে কোতোয়ালি থানার নতুন স্টেশনের বাইরের গেটে দুলালের পান সিগারেটের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৩৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

আটক তিনজন হলো- স্বপ্না বেগম ওরফে তানিয়া (৩০), মো. শামীম (২১) ও ফেরদৌস বেগম (৫২)। 

পরিদর্শক কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাল টাকা বেচা-কেনার উদ্দেশ্য কয়েকজন দুলালের পান দোকানের সামনে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালিয়ে স্বপ্না বেগম ওরফে তানিয়া ও মো. শামীমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ১৩৫টি নোট উদ্ধার করা হয়।’

পরিদর্শক কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ফেরদৌসী বেগম নামে এক নারীর কাছ থেকে তারা এই নোটগুলো সংগ্রহ করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৭এপ্রিল) ভোর ৫টায় ফেরদৌসী বেগমকে (৫২) আটক করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।