মাদক ব্যবসায়ীদের পক্ষে আদালতে দাঁড়াবেন না: সিএমপি কমিশনার

বক্তব্য রাখছেন সিএমপি কমিশনার (ছবি– প্রতিনিধি)

মাদক ব্যবসায়ীদের পক্ষে আদালতে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘মানুষ এখন অনেক সচেতন। সম্প্রতি সোনাগাজিতে আগুন দিয়ে মাদ্রাসা ছাত্রীকে হত্যার ঘটনায় আদালতে আসামিদের বিরুদ্ধে কোনও আইনজীবী দাঁড়াননি। আইনজীবীদের এই কাজ প্রশংসিত হয়েছে। আমি আইনজীবীদের অনুরোধ জানাবো, একইভাবে আপনারা মাদক ব্যবসায়ীদের পক্ষে আদালতে দাঁড়াবেন না।’

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনার এসব কথা বলেন। ডবলমুরিং থানা এলাকায় স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরা নেটওয়ার্ক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার প্রধান অতিথি ছিলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘বিচারকদের আমি বলতে চাই, আপনারা মাদকের আসামিদের জামিন দেওয়ার সময় চিন্তা করবেন। আপনার ঘরেও ছেলে সন্তান আছে। এই মাদক ব্যবসায়ীদের কারণে তারাও মাদকাসক্ত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের মতো আমাদের জন্য মাদকও একটি বিপর্যয়। মাদকের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে। সবাই মিলে আমরা কাজ করলে মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো। আপনারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক নেতা বানাবেন; তাদের রাজনৈতিক আশ্রয় দেবেন না।’

মাহবুবুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমাদের পুলিশ বাহিনীর কিছু অসাধু সদস্যও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করি। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে তাকে চাকুরিচ্যুত করা হয়; তাকে কারাগারের পাঠানো হয়।’

এর আগে তিনি ডবলমুরিং থানা এলাকায় স্থপিত ক্লোজ সার্কিট ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন।

ক্লোজ সার্কিট ক্যামেরা বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘শহরের অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে সিসিটিভি ক্যামেরা। নগরবাসীর নিরাপত্তায় ও তাদের সহায়তায় পুরো শহরকে একমাসের মধ্যে সিসিটিভি’র আওতায় আনা হবে। ব্যক্তি উদ্যোগেও অনেকে সিসিটিভি লাগিয়েছেন, আমরা সেগুলোকে থানার অধীনে নিয়ে এসে একটি কেন্দ্রীয় সার্ভার তৈরি করে মনিটরিং করার উদ্যোগ নিয়েছি। শিগগির এটি করা হবে।’

উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন।