কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (১৫ মে) রাতে জেলার সদর উপজেলার সাতরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশি একটি একনলা বন্দুক, তিনটি কার্তুজ ও ৬৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে। শহিদুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ১২টি মামলা রয়েছে।

নিহত শহিদুল জেলা সদরের সাতরা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শহিদুলের বাড়িতে অস্ত্র উদ্ধারে বুধবার রাতে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। বাড়ির পাশে পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শহিদুল গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, `শহিদুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ১২টি মামলা রয়েছে।'