কসবা সীমান্তে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে শিশুসহ ১০ রোহিঙ্গাকে ভারত থেকে বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর সিমান্তে দু’দেশের ২০৩২ পিলারের মাঝামাঝি শূন্য রেখায় ওই রোহিঙ্গারা অবস্থান করছে। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে ব্রাহ্মণবাড়িয়া-৬০ বিজিবি ব্যাটালিয়নের একজন কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের ভারতের প্রান্ত থেকে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে। তারা সবাই হিন্দি ভাষায় কথা বলছে। ঘটনার পর থেকে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে বিএসএফ ও বিজিবি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক চলছিল।