সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলেন কক্সবাজারের জেলা প্রশাসক

01ন্যায্য দাম দিতে কক্সবাজার জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এ সময় জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, ‘মধ্যস্বত্বভোগীরা যাতে সুবিধা নিতে না পারে সেজন্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। এতে করে কৃষকরা হয়রানির শিকার হবে না। বেশি সংখ্যক কৃষক যাতে ধান বিক্রি করতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক দেবদাস চাকমা, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জিবাংশু দাশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

কক্সবাজার সদর উপজেলা থেকে ২০৩ মেট্রিক টন ধান এবং ৫৪৫ মেট্রিক টন চালসহ জেলার ৮টি উপজেলা থেকে সর্বমোট ১ হাজার ৬৩৯ মেট্রিক টন ধান এবং ৫ হাজার ৩৯৬ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নিয়ে আগস্ট পর্যন্ত ধান ও চাল কেনা অব্যাহত থাকবে বলে কৃষি বিভাগ সূত্রে জানানো হয়।