১০ রোহিঙ্গাকে সাড়ে ১১ ঘণ্টা পর ফিরিয়ে নিলো বিএসএফ

কসবা সীমান্তের রোহিঙ্গা ও স্থানীয়রাব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে শূন্য রেখায় অবস্থানরত ১০ রোহিঙ্গাকে সাড়ে ১১ ঘণ্টা পর ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কোম্পানি পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর, বেলা সাড়ে ৩টার দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে ভোর থেকে ধজনগর বাঘামোড়া এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৩২-২-এস পিলারের কাছ দিয়ে ১০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা রোহিঙ্গাদের বাধা দেন। পরে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেন। ১০ রোহিঙ্গার মধ্যে দু’জন পুরুষ, দু’জন মহিলা ও ছয় শিশু রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন জানান, বিএসএফ ও বিজিবি’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর, বিকালে বিএসএফ সদস্যরা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন, বিজিবি’র কসবা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শামসুল হক এবং ভারতের পক্ষে ছিলেন, বিএসএফ’র রাইমোড়া কোম্পানি কমান্ডার কৃষান কুমার।

ইকবাল হোসেন জানান, এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন...


কসবা সীমান্তে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা