আ.লীগ নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে অর্ধদিবস হরতা‌ল

বান্দরবানে অর্ধদিবস হরতাল পালিত



বান্দরবানে জেলা আওয়ামী লীগের ডাকে রবিবার (২৬ মে) অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। পৌর আওয়ামী লীগের সহসভাপ‌তি চথোয়াইমং মারমাকে অপহরণের পর হত্যা এবং জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

হরতালের কারণে রবিবার সকালে বান্দরবান থেকে দূর পাল্লার ‌কোনও বাস ছেড়ে যায়‌নি। দোকানপাটও বন্ধ ছিল। বান্দরবানের বাস স্টেশন, রোয়াংছ‌ড়ি বাস স্টেশন, থান‌চি ও রুমা বাস‌ স্টেশনসহ বাজারের বি‌ভিন্ন দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে।

হরতালের কারণে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে  মি‌ছিলও করছে।
প্রসঙ্গত, ২২ মে রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক ক‌মিশনার ও পৌর আওয়ামী লীগের সহসভাপ‌তি চথোয়াইমং মারমাকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। শ‌নিবার (২৫ মে) দুপুরে জর্ডান পাড়া থেকে তার লাশ উদ্ধার করে পু‌লিশ।