সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশি হয়রানির শিকার বাংলা ট্রিবিউনের প্রতিনিধি

পুলিশ কনস্টেবল আরাফাত (মাঝে)ব্রাহ্মণবাড়িয়া শহরে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী পুলিশি হয়রানির শিকার হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) রাতে শহরের বাগানবাড়ী এলাকায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধস্তাধস্তির ছবি ধারণ করতে গেলে এ ঘটনা ঘটে।

সাংবাদিক উজ্জল চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বাগানবাড়ী এলাকায় ছাত্রলীগের একটি গ্রুপের ছুরিকাঘাতে শহর ছাত্রলীগের সহসভাপতি ইশতিয়াক আহমেদ ঈশান আহত হন। তাকে শহরের ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ইশতিয়াক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহরের কোমারশীল মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তিন নেতাকর্মীকে টেনে নিয়ে যাচ্ছিল। এ ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গেলে পুলিশ কনস্টেবল আরাফাত তাকে গালিগালাজ করেন এবং মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

পুলিশ, ছাত্রলীগের নেতাকর্মী ও সাংবাদিকেরাএ সময় অন্য সাংবাদিকরা প্রতিবাদ করলে তোপের মুখে পড়েন কনস্টেবল আরাফাত। ঘটনার পর তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পুলিশ সুপারকে জানিয়ে আরাফাতের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’