নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি থাকা আহতরা হলেন, রাহান উদ্দিন (২৮), বেলাল হোসেন (৩৫), নাসিম (৬০), লালু (৫০), রাশেদ (৩০), ওমর ফারুক (৬০), আনোয়ার হোসেন (৪৫), মিজান (২৮) ও জীবন (৩৫)।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, রবিবার (২৮ জুলাই) সকাল ৭টার সময় ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ১৯ শ্রমিকের একটি দল পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনীতে একটি রিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত ১৮ শ্রমিককে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের হাসপাতালে ১২ জন রোগীর মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৯ জনকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।