খাগড়াছড়িতে ১২ দিনে ৬৭ ডেঙ্গু রোগী শনাক্ত

খাগড়াছড়ি

গত ১২ দিনে খাগড়াছড়িতে ৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তারা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। খাগড়াছড়ির সিভিল সার্জন মো. ইদ্রীছ মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ইদ্রীছ মিঞা জানান, জেলায় ডেঙ্গু শনাক্তের ১২০টি কিট রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কাউকে ডেঙ্গু পরীক্ষা না করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘ইতোমধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ডেঙ্গু শনাক্তের কিট কেনার জন্য আড়াই লাখ টাকা দিয়েছেন। এই টাকা দিয়ে আরও কিট কেনার অর্ডার দেওয়া হয়েছে।’