বাঘাইছড়িতে যুব সমিতির দুই নেতা খুনের ঘটনায় মামলা

 

রাঙামাটিরাঙামাটির বাঘাইছড়িতে যুব সমিতির দুই নেতা খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত এনো চাকমার  স্ত্রী সুনয়না চাকমা বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেছেন।

বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর জানান, বাঘাইছড়িতে শতসিদ্ধি চাকমা (৩৫) ও এনো চাকমা (৩০) হত্যার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে। এতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাকে আসামি করা হয়েছে। এছাড়া ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকেও আসামি করা  হয়েছে।

প্রসঙ্গত, ঈদের আগের দিন রবিবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাবুপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে নিজ বাসায় তারা হত্যার শিকার হন। ব্রাশ ফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও উপজেলা যুব সমিতির নেতা এনো চাকমাকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় জনসংহতি সমিতির (এমএন লারমা) সন্তু লারমার নেতৃত্ত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করলেও দলটি অভিযোগ অস্বীকার করে।