কথা কাটাকাটির জেরে পুলিশের লাথিতে ফল বিক্রেতা আহত

ফল বিক্রেতাকে লাথি মারা ঘটনায় ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধচট্টগ্রাম নগরীর মইজ্জারটেক এলাকায় কথা কাটাকাটির জেরে এক ফল বিক্রেতাকে লাথি মেরে আহত করেছেন গোয়েন্দা পুলিশের এক সদস্য। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে।

বিষয়টি স্বীকার করেছেন নগর গোয়েন্দা পুলিশর অতিরিক্ত উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামান্য একটি বিষয়কে স্থানীয়রা বড় করে ফেলেছেন। গোয়েন্দা পুলিশের এক এএসআই মইজ্জারটেক এলাকায় পেয়ারা কিনতে গেলে বিক্রেতার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই পুলিশ সদস্য তাকে লাথি মারে। এতে ফল বিক্রেতা আহত হন। পরে তাকে পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।’

ফল বিক্রেতাকে লাথি মারা ঘটনায় সড়ক অবরোধতিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন ডিহাইড্রেশনের কারণে তার প্রেশার কমে যাওয়ায় মূলত ওই ফল বিক্রেতা অসুস্থ হয়ে পড়েন।’ 

স্থানীয়রা জানিয়েছে, ওই ফল বিক্রেতার নাম মোহাম্মদ আলী। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

পুলিশের ওই এএসআইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ছাত্রলীগ নেতা মহসিন বলেন, ‘একজন নিরীহ মানুষকে এভাবে লাথি মেরে আহত করা ওই পুলিশ সদস্যের উচিত হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’