বান্দরবানে অপহৃত তিন চালকের মধ্যে দু’জন পালিয়ে ফিরলেন ‌

বান্দরবান

বান্দরবানের রুমায় অপহৃত তিন জিপ চালকের মধ্যে দু’জন পালিয়ে ফিরেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে নয়ন জলদাস ও মো. মিজান নামে দু’জন অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নেন। 
সোমবার (১৯ আগস্ট) বিকা‌লে রুমা উপজেলা সদরের মিনঝিরি পাড়ার মুখ থেকে অস্ত্রের মুখে জিপ চালক নয়ন, মিজান ও বাসু কর্মকার‌কে অস্ত্রের মু‌খে অপহরণ করে সন্ত্রাসীরা।

তবে কারা এই অপহরণ করেছে, সে বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য জানা‌তে পা‌রে‌নি পালিয়ে আসা দু’জন।
স্থানীয়‌দের ম‌তে, ‘মগ লিবারেশন পার্টি’র নাম করে রুমা উপজেলার কয়েকটি পয়েন্টে আস্তানা গ‌ড়ে‌ছে একটি পাহাড়ি সশস্ত্র বাহিনী। তারাই বিভিন্ন সময়ে অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পর্যটক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে চাঁদা আদায় করে যাচ্ছে।
রুমা জিপ মালিক সমিতির সভাপতি খলিল সওদাগর জানান, মঙ্গলবার সকালে অপহৃত বাসু ড্রাইভারের মোবাইল ফোন থেকে কল করে সন্ত্রাসীরা ১০ লাখ মুক্তিপণ দাবি করে। অপহৃতদের স্বজনরা দেড় লাখ টাকা দিতে সম্মত হলেও সন্ত্রাসীরা তাতে রাজি হয়নি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) নজরুল ইসলাম জানান, অপহৃত তিন জনের ম‌ধ্যে দু’জন পা‌লি‌য়ে এসেছেন। তবে তাদের কাছ থে‌কে এখনও কিছু জানা যায়‌নি।