মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদকাসক্ত ফারুক (ছবি– প্রতিনিধি)

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পুলিশ ওই ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ৮ মাসের কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত আসামি ফারুক (৩০) উপজেলার ধামঘর গ্রামের চরু মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস তাকে কারাদণ্ড দেন। শনিবার (২৪ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়।

চরু মিয়া বলেন, ‘ফারুক মাদকদ্রব্য কেনার জন্য প্রায়ই আমাকে ও তার মাকে মারধর করতো। অতিষ্ঠ হয়ে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করি। পরে মুরাদনগর থানা পুলিশ ফারুককে আটক করে শুক্রবার রাত ১০টায় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত তাকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।’

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, ‘পিতার অভিযোগে ফারুককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাজা দিলে আসামিকে আজ শনিবার কুমিল্লা কারাগারে পাঠানো হয়।’