বিএনপি লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে: তথ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গারা সেখানে অপকর্মে যুক্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সৌদি আরবে লক্ষাধিক রোহিঙ্গা আছে; যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওই দেশে পাড়ি জমিয়েছেন। তারা সেখানে সব অপকর্মের সঙ্গে যুক্ত। তাদের জন্যই সৌদিতে বাঙালিদের বদনাম হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় এসব রোহিঙ্গা সৌদি আরবে গেছে। বিএনপি রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে।’

শনিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি সেখানে একটি বির্তক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

হাছান মাহমুদ বলেন, ‘দুর্নীতি নিয়ে বিএনপির প্রশ্ন করার অধিকার নেই। বিএনপির নেত্রী খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন। তাদের অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিলেন। তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে এফবিআই এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে। যে কারণে তার ১০ বছর সাজা হয়েছে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপি আমলের দুর্নীতির সঙ্গে বালিশ বা পর্দা কেনায় দুর্নীতির কোনও তুলনা হয় না। বালিশ কিংবা পর্দা দুর্নীতির সঙ্গে কর্মকর্তারা জড়িত। এর সঙ্গে কোনও রাজনৈতিক বা জনপ্রতিনিধির সংশ্লিষ্টতা নেই। বালিশ দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্দা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’