দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন: হানিফ

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বৃহস্পতিবার (১২ সেপেটম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফেনীর মিজান ময়দানে এই সন্মেলন হয়।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বিভিন্ন অপকর্ম করেছে। এ কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনৈতিকভাবে তারা এখন অনেকটাই দেউলিয়া। বিএনপির এইসব বক্তব্য রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়।’

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহেমদে চৌধুরী প্রমুখ।

একেএম এনামুল হক শামীম বলেন, ‘জিয়াউর রহমান আইন বাতিল করে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, রাজাকার, আল-বদরদের জেলখানা থেকে মুক্ত করেছিলেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান একরাতে মুক্তিযুদ্ধের সব চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জিয়াউর রহমানের ধারাবাহিকতা বজায় রেখেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেছেন। সুতরাং বিএনপি নামক রাজনৈতিক দলটি এখন আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করতে পারে না।’