গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন জনের যাবজ্জীবন

চট্টগ্রামশিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোতাহির আলী আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এম এ নাসের এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ফয়েজ আহমদ (৩০), মো. সোহেল (৩০) ও মো. মহিউদ্দিন (২৮)। তারা সবাই কারাগারে রয়েছেন।

এম এ নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই আদেশে আদালত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৭ মে রাত সাড়ে ১২টার দিকে আসামিরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকায় ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ সোহেল, মহিউদ্দিন ও ফয়েজকে গ্রেফতারের পর তারা তিন জন আদালতে জবানবন্দি দেয়। ওই বছরের ১৭ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৮ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ  রায় ঘোষণা করা হয়।