চার্জার লাইটের ভেতর থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

উদ্ধার করা স্বর্ণচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩০ পিস (১৫ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টম হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানিয়েছেন,  এ ঘটনায় মো. জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

এসব চার্জার লাইটের মধ্যেই রাখা ছিল স্বর্ণের বারতিনি বলেন, শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে জয়নাল চট্টগ্রাম আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এরপর তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে থাকা একটি চার্জার লাইটের মধ্যে কৌশলে বারগুলো লুকানো ছিল। জয়নালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, উদ্ধার করা ১৩০টি সোনার বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা।