মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পুলিশের এসআইসহ গ্রেফতার ২

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে এজহার মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে এসআই ইকবাল পারভেজ রায়হানকে পুলিশলাইন থেকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন দুপুরে তার ভগ্নিপতি মিজানুর রহমানকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ এ তথ্য জানিয়েছেন। এসআই রায়হান চট্টগ্রাম রেঞ্জে রিজার্ভ ফোর্সে দায়িত্বরত ছিলেন বলেও তিনি জানান।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে নিজ বাড়িতে ছোট বোনের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এজহার মিয়াকে পিটিয়ে হত্যা করেন এসআই রায়হান। এজহার মিয়া সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে। এজাহার দিনমজুরের কাজ করতেন। এসআই ইকবাল পারভেজ রায়হানের বাড়িও ভাটিয়ারি এলাকায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই রায়হানের ভগ্নিপতি মিজানুর রহমানকে গ্রেফতার করে। একই ঘটনায় বিকালে পুলিশলাইন থেকে এসআই রায়হানকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সপ্তাহখানেক আগে এসআই রায়হানের ছোট বোনের একটি মোবাইল চুরি হয়। মোবাইলটি এজহার মিয়া চুরি করেছেন—এমন অভিযোগ এনে রায়হান এজহার মিয়াকে মোবাইলটি ফেরত দিতে বলে। এজহাজার মিয়া মোবাইল ফেরত না দেওয়ায় গতকাল (সোমবার) রাতে নিজ বাড়িতে ডেকে নিয়ে তাকে মারধর করে। পরে অসুস্থ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার থানায় মামলা দায়ের করেছে।’