বায়ু দূষণের দায়ে দুই সিমেন্ট কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম

মানমাত্রা বহির্ভূতভাবে অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার দায়ে চট্টগ্রামের দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদফতরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

দণ্ডিত দুই প্রতিষ্ঠান হলো নগরীর দক্ষিণ পতেঙ্গায় অবস্থিত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (চট্টগ্রাম প্ল্যান্ট) ও উত্তর পতেঙ্গায় অবস্থিত এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দুই প্রতিষ্ঠানের মধ্যে হাইডেলবার্গকে ৫ লাখ ৬০ হাজার টাকা এবং এনজিএস সিমেন্টকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আজাদুর রহমান মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিষ্ঠান দুটি অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করেছে। এনফোর্সমেন্ট টিম পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ৭ নভেম্বর প্রতিষ্ঠান দুটিকে শুনানিতে অংশ নেওয়ার জন্য নোটিশ পাঠাই। আজ (বৃহস্পতিবার) শুনানি শেষে প্রতিষ্ঠান দুটিকে বায়ু দূষণের দায়ে এই জরিমানা করা হয়।’