‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের পথে সন্তু লারমা বড় বাধা’

02পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ডে না রেখে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও ইউপিডিএফ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির নেতা এমএন লারমা। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়িতে পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এমএন লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথকে সন্তু লারমা বাধাগ্রস্ত করছে।’ অবিলম্বে ভূমি সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিলে জনসংহতি সমিতির সমর্থন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসংহতি সমিতির এমএন লারমার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি এমএন লারমা কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমা। সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও সমমনা বামপন্থী রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এর আগে, সকালে চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।