আমদানি নিষিদ্ধ পুরাতন ফটোকপিয়ার মেশিনের চালান আটক

চট্টগ্রামমিথ্যা ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ পুরাতন ফটোকপিয়ার মেশিন আমদানি করায় ৫০ পিস ফটোকপিয়ারের একটি চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কায়িক পরীক্ষার সময় পুরাতন ফটোকপিয়ার আনার বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের নজরে আসে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার নুর উদ্দিন মিলন এ তথ্য জানিয়ে বলেন, ‘আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া  হচ্ছে।’

কাস্টমস হাউজ সূত্র জানায়, ব্র্যান্ড নিউ মাল্টিফাংশনাল প্রিন্টার আমদানির ঘোষণা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার কমলাপুর রোডের মেসার্স একসেস ট্রেডার্স এই ফটোকপিয়ারগুলো নিয়ে আসে। চট্টগ্রামের খাতুনগঞ্জের রিদিতা এন্টারপ্রাইজ নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চালানটি খালাসের দায়িত্বে ছিল।

নুর উদ্দিন মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার চালানটির কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষিত ব্র্যান্ড নিউ মাল্টিফাংশনাল প্রিন্টারের পরিবর্তে ৫০ পিস ব্যবহৃত মাল্টিফাংশনাল ফটোকপিয়ার ও মাল্টিফাংশনাল প্রিন্টার পাওয়া যায়। এ ধরনের আমদানি করা পণ্য আমাদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর পরিশিষ্ট-১ এর খ অংশ অনুযায়ী আমদানি নিষিদ্ধ। তাই আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’