কুমিল্লায় সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লায় ‘ঢাকা এক্সপ্রেস’ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার রাত দেড়টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ ট্রেনটি ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশনের ‘ডাউন আউটার’ সিগনালে পৌঁছালে ইঞ্জিনসহ এক লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিতা ও ঢাকা মেইল আটকা পড়ে। খবর পেয়ে কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী/পদ, কুমিল্লা লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলছে। সকাল ৯টার মধ্যে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।