গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেফতার

গ্রেফতারজমি সংক্রান্ত বিরোধের জেরে কেশব সাহা নামে এক ব্যবসায়ীর দোকানে গাঁজা রেখে ফাঁসাতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেলাল হোসেন নামে এক ব্যক্তি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্যাহ ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল বিষয়টি স্বীকার করেছেন।

বৃহস্পতিবার রাত ১১ টায় ৫নং ওয়ার্ড চর বজলুল করিম গ্রাম থেকে বেলালকে আটক করা হয়। সে ওই এলাকার মোবারক হোসেনের ছেলে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, কেশবকে গাঁজা দিয়ে ফাঁসানো চেষ্টার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছে।  এছাড়া আদালতে জমি নিয়ে তাদের মামলা চলছে। এ ঘটনায় বেলালের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় বৈরাগির বাজারের ব্যবসায়ী কেশব সাহার দোকানে অভিযান চালানো হয়। ওই ঘর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ কেশবকে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় বোঝা যায় সে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত নয়। তিনি তার সঙ্গে একই এলাকার বেলাল হোসেনের বিরোধের কথা জানায়। পরে বেলালকে আটক করা হলে সে বিষয়টি স্বীকার করে।